শিলিগুড়ি, ২০ ফেব্রুয়ারিঃ চতূর্থ দিনেও রাস্তায় দেখা নেই সাফাইকর্মীদের।শহরজুড়ে যত্রতত্র পড়ে রয়েছে জঞ্জাল।সেই জঞ্জাল পরিস্কার করতে এবারে পথে নামল যুবসমাজ।ইতিমধ্যেই ব্যবসায়ী থেকে ওয়ার্ড কো-অর্ডিনেটর অনেকেই ঝাড়ু হাতে রাস্তায় নেমেছিলেন নিজেদের এলাকা পরিস্কার রাখতে।
এবারে সেই পথে হাটল ছাত্র-যুব সমাজ।স্টুডেন্ট সোসাইটি অফ শিলিগুড়ির সদস্য রনিত তালুকদার জানান, শহরের কয়েকটি প্রধান সড়ক আজ তারা পরিস্কার করবেন।সাফাইকর্মীদের কর্মবিরতিতে শহরের নাজেহাল অবস্থা।শহরকে জঞ্জালমুক্ত রাখতেই তাদের এই উদ্যোগ।প্রয়োজনে আগামীতেও তারা পথে নামবেন।
পাশাপাশি এদিন তারা সাফাইকর্মীদের শীঘ্রই কাজে ফিরতে অনুরোধ জানান।সেইসাথে গোটা শহরবাসীর কাছে অনুরোধ রাখেন যাতে সকলে মিলে শিলিগুড়িকে জঞ্জালমুক্ত করার কাজে হাত লাগায়।