শিলিগুড়ি, ৯ আগস্টঃ শিলিগুড়ি শহরকে সাজিয়ে তুলতে ও যানজট মুক্ত করতে একাধিক পরিকল্পনা গ্রহন করল শিলিগুড়ি পুরনিগম।সোমবার পুরনিগমে একটি সাংবাদিক বৈঠক করে বিষয়টি জানান শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব।
এদিন গৌতম দেব বলেন, শিলিগুড়ি শহরকে সুন্দরভাবে সাজিয়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।সবুজায়ন বৃদ্ধি করার জন্যই এই পরিকল্পনা।মহানন্দা নদীর দুপারকেও সাজিয়ে তোলা হবে।তিনি আরও বলেন, যানজট সমস্যা কমাতে ষষ্ঠ মহানন্দা ব্রীজের পরিকল্পনা নেওয়া হয়েছে।হিলকার্ট রোড থেকে যানজট এড়িয়ে সহজেই মানুষ যাতে সেবক রোডে পৌঁছাতে পারে।এছাড়াও একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে।