রাজগঞ্জ, ৮ জুনঃ সাহুনদী গ্রাস করছে লোকনাথ মন্দির।ধীরে ধীরে নদী এসে ঠেকেছে মন্দিরের কোনায়। এবছর বর্ষায় মন্দির নদীগর্ভে চলে যেতে পারে বলে চিন্তায় রয়েছেন রাজগঞ্জের আকারিগছ বানাভাসা লোকনাথ মন্দির কমিটি ও ভক্তরা।
রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আকারিগছ বানাভাসা আদি লোকনাথ মন্দির ঘেষে বয়ে গেছে সাহু নদী।সেই নদীর জলের স্রোতে প্রতিবছর মন্দিরের বেশকিছু জমি চলে গেছে নদীগর্ভে।প্রতিবছর বর্ষা এলে ভাঙ্গন দেখা যায়।খুব শীঘ্রই বাঁধের ব্যবস্থা না করা হলে এবছর বর্ষা এলেই মন্দির নদীগর্ভে যাওয়ার আশঙ্কা করছেন মন্দির কমিটি।গতবছর বর্ষাতেও মন্দিরের অনেক জমি নদীগর্ভে চলে গেছে। এবছর সামান্য বৃষ্টিতেই বেশকিছু জমি নদীগর্ভে চলে যায়।
এদিন মন্দির কমিটির সদস্যরা জানান, সামনেই বর্ষা।এভাবে চলতে থাকলে নদীগর্ভে চলে যাবে মন্দির। এলাকার সবচেয়ে পুরনো এই লোকনাথ মন্দির।এই মন্দিরে বিভিন্ন জায়গা থেকে প্রচুর ভক্তের সমাগম হয়।সরকারের তরফে মন্দিরটি রক্ষা করার জন্য সাহু নদীর পাড়ে বাঁধের ব্যবস্থা করা হোক।না হলে মন্দিরের অস্তিত্ব হারিয়ে যাবে বলে জানান তিনি।
এই বিষয়ে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজুউদ্দিন আহমেদ জানান, বিষয়টি আমি কিছুদিন আগে জানতে পারেছি৷এই কাজটি গ্রাম পঞ্চায়েতের তরফে করা সম্ভব নয়। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যাতে দ্রুত এই সমস্যার সমাধান করা হয়।