রাজগঞ্জ, ১৭ মেঃ সাহুডাঙ্গির বৈতরণী শ্মশানঘাট পরিদর্শন করলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব।
সোমবার শ্মশানঘাটে গিয়ে পরিষেবা ঠিকঠাক রয়েছে কিনা তা খতিয়ে দেখেন তিনি।কোভিডে মৃতদেহ সাহুডাঙ্গির বৈদ্যুতিক চুল্লিতে দাহ করতে দালালদের টাকা দিতে হয় বলে অভিযোগ উঠেছিল।টাকা না দিলে মৃতদেহ নিয়ে অ্যাম্বুলেন্স চালকদের ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় বলে অভিযোগ।সেই খবর পৌঁছায় গৌতম দেবের কাছে।এরপরই সেখানে পৌঁছান তিনি।
গৌতম দেব বলেন, শ্মশানঘাট ঠিকঠাক চলছে কিনা তা দেখে গেলাম।এছাড়া কিছু অভিযোগ উঠেছিল। তাই শ্মশানঘাটে কর্মরত কর্মী এবং পুলিশদের সঠিকভাবে কাজ করতে বলা হল।