শিলিগুড়ি,২৭ মেঃ বৃহস্পতিবার সাহুডাঙিতে রেল সেতু থেকে নিচে ঝাঁপ দিয়ে মৃত্যু হয় দুই শিশু সহ এক মহিলার।ফুলবাড়ি ১ নম্বর অঞ্চলের ঠাকুরনগর সংলগ্ন বাঁশবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন মৃত সাকিনা বেগম(৪০),আইলা খাতুন(১২) ও রুপালি রায়।তাদের এই মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।শুক্রবার মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে যান সমাজসেবী গৌতম গোস্বামী।পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর পাশাপাশি মৃতদের শ্রাদ্ধানুষ্ঠানের সমস্ত দায়িত্ব গ্রহণ করেন তিনি।আগামীতেও পরিবারের পাশে থাকার আশ্বাস দেন গৌতম গৌস্বামী।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর নাগাদ বস্তা ঘাড়ে নিয়ে নিউ সাহুনদীর রেল সেতু পার হচ্ছিল এই তিনজন।সেইসময় নিউ জলপাইগুড়ি স্টেশন অভিমুখী একটি ট্রেন চলে আসে।ট্রেন আসতে দেখে আর কোনও উপায় না পেয়ে সেতু থেকে নিচে ঝাঁপ দেয় তিনজন।নিচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের।

