রাজগঞ্জ, ২০ নভেম্বরঃ সাহুডাঙ্গিতে ক্যানেল ব্রীজের কাজ থমকে, দুর্ভোগে বহু মানুষ। সাহুডাঙ্গি থেকে আমবাড়ি যাওয়ার রাস্তায় সাহুডাঙ্গি ক্যানেল ব্রীজের নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে রয়েছে।
অভিযোগ,দুই বছর আগে পুরোনো সেতু ভেঙে নতুন সেতু তৈরির কাজ শুরু হবে বলেও অজ্ঞাত কারণে প্রায় ৬-৭ মাস ধরে কাজ বন্ধ। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দা, স্কুলপড়ুয়া ও নিত্যযাত্রীদের।
স্থানীয় যুবক রাজেশ রায় জানান, গতবছর এপ্রিল মাসে এই সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে নির্মাণকাজ শুরু হয়েছিল। কিছুদিন কাজ হওয়ার পর হঠাৎ করেই কাজ বন্ধ। এখন সেতুর দুধারে বড় গর্ত তৈরি হয়েছে, মাঝে মাঝেই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এই রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশেপাশে বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি স্কুল রয়েছে। ফলে ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ সবাইকে ঘুরপথ দিয়ে যাতায়াত করতে হচ্ছে।
এক টোটো চালকও ক্ষোভ উগরে দিয়ে বলেন, সেতুর কাজ বন্ধ থাকায় আমরা নিত্যদিন সমস্যায় পড়ছি। রাস্তা বেহাল হওয়ায় যাত্রী নিয়ে চলতে গেলেই দুর্ঘটনার শঙ্কা থেকে যায়। দ্রুত সেতুর কাজ সম্পন্ন হোক এটাই দাবী জানান তিনি।
অন্যদিকে এই বিষয়ে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজুউদ্দিন আহমেদ বলেন, সেতুর কাজ বন্ধ থাকায় সাধারণ মানুষকে অসুবিধায় পড়তে হচ্ছে। আমি একাধিকবার ঘটনাস্থলে গিয়ে কন্ট্রাক্টর বা দায়িত্বপ্রাপ্ত কাউকে পাইনি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে, যাতে দ্রুত কাজ পুনরায় শুরু হয়।
