রাজগঞ্জ, ২৩ জুলাইঃ কয়েকদিন আগে বৃষ্টির জেরে ভেঙে গিয়েছে কালভার্ট।সমস্যায় পড়েছিলেন রাজগঞ্জের হুদুগছ গ্রামের বাসিন্দারা।বর্তমানে অস্থায়ী বাঁশের সাঁকো তৈরি করে যাতায়াত করছেন।প্রশাসনের কাছে নতুন সাঁকো তৈরির দাবিও তুললেন তারা।
জানা গিয়েছে, রাজগঞ্জের মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের হুদুগছ সহ পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দাদের যাতায়াতের রাস্তা কয়েকদিন আগের প্রবল বৃষ্টিতে জলের চাপে ভেঙে গিয়েছে। বিশেষ করে হুদুগছ গ্রাম থেকে অন্য স্থানে যাওয়ার দুটি রাস্তার কালভার্টও ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে যাতায়াতের সমস্যায় পড়েছেন বাসিন্দারা।বর্তমানে অস্থায়ী বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করছেন তারা।
বাসিন্দারা বলেন, এই কালভার্ট ভেঙে যাওয়ার অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। বাচ্চাদের স্কুল যাতায়াত থেকে শুরু করে আমাদের কাজে যাওয়ার জন্য অনেক ঘুর পথে যেতে হচ্ছে। কিছুদিন আগে মন্ত্রী ও প্রশাসনের আধিকারিকেরা এসেছিলেন।তারা আশ্বাস দিয়েছেন কিছুদিনের মধ্যেই এখানে কাঠের সাঁকো তৈরি করা হবে।দ্রুত সাঁকো তৈরি করা হোক এমনটাই জানান তারা।