রাজগঞ্জ, ১৭ ডিসেম্বরঃ পরিবেশবান্ধব শালপাতার থালা বানিয়ে স্বাবলম্বী হওয়ার চেষ্টা রাজগঞ্জের বনবস্তির মহিলাদের।
রাজগঞ্জ ব্লকের মান্তাদাড়ি গ্রামপঞ্চায়েতের বৈকন্ঠপুর ফরেস্টের ললিতাবাড়ি গ্রামের মহিলারা।দীর্ঘ ১০-১৫ বছর ধরে ফরেস্ট থেকে শালপাতা এনে থালা বানিয়ে বাজারে বিক্রি করছেন তারা।ওই গ্রামের প্রায় ২৫ জন মহিলা এই শালপাতার থালা বানিয়ে আসছেন।
এই বিষয়ে নির্মলা রায় ও মালতি রায় জানান, ফরেস্ট থেকে শালপাতা নিয়ে এসে পাতা শেলাই করে রোদে শুকিয়ে শালপাতার থালা বানানো হয়।বাজারে ভালো চাহিদা রয়েছে।কিন্তু এই সময় পাতা কম থাকায় বেশি শালপাতা বানাতে পারছি না।পরে পাইকাররা এসে শালপাতা নিয়ে যান।মাসে প্রায় ৪-৫ হাজার টাকার মতো রোজগার হয়।
অন্যদিকে সমেন রায় জানান, পাড়ার মহিলাদের কাছ থেকে শেলাই করা শাললাতা নিয়ে আসি।তারপর মেশিনে থালা বানিয়ে শিলিগুড়িতে গিয়ে বিক্রি করি।বাজারে ভালো চাহিদা রয়েছে।বিশেষ করে পুজো, বিয়ে ও পিকনিকের মরশুমে বেশি বিক্রি হয়।