রাজগঞ্জ ১৩ ডিসেম্বরঃ মেসিকে দেখতে না পেয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে চরম বিশৃঙ্খলার ঘটনার প্রসঙ্গ তুলে প্রকাশ্য জনসভা থেকে কড়া ভাষায় রাজ্য সরকারের সমালোচনা করলেন সায়ন বন্দ্যোপাধ্যায়।
শনিবার সারা ভারত খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের ডাকে জলপাইগুড়ি জেলার তৃতীয় সম্মেলন উপলক্ষে এই প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয় রাজগঞ্জ ব্লকের আমবাড়ির তারঘেরা ময়দানে।এদিনের সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সায়ন বন্দ্যোপাধ্যায়। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন সিপিএমের একাধিক রাজ্যে, জেলা ও ব্লক স্তরের নেতা-কর্মীরা।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসকে এক হাত নেন সায়ন বন্দ্যোপাধ্যায়। এরপর যুবভারতীর ঘটনার প্রসঙ্গ টেনে কটাক্ষ করে বলেন, “না পারে একটা সঠিকভাবে TET, SSC-র পরীক্ষা নিতে, না পারে সঠিকভাবে একটা খেলার আয়োজন করতে। কাটমানি খাওয়া ছাড়া এই সরকারের কোনো কাজ নেই।
এদিনের সমাবেশে উপস্থিত অন্যান্য সিপিএম নেতারাও শ্রমজীবী মানুষের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং আন্দোলন আরও জোরদার করার বার্তা দেন।
