সামাজিক দূরত্ব উপেক্ষা করে ব্যাপক ভিড় বেলাকোবা কিষান মান্ডিতে

রাজগঞ্জ, ১৫ এপ্রিলঃ সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি উপেক্ষা করে ব্যাপক ভিড় বেলাকোবা কিষান মান্ডিতে। এই কিষান মান্ডিতে বুধবার ও শনিবার সকালে কাঁচা সবজির পাইকারি বাজার বসে। বাজারে পণ্য কেনাবেচার জন্য প্রচুর ক্রেতা-বিক্রেতার মানুষের ভিড় হয়।


এর আগে এই বাজারে সামাজিক দূরত্ব বজায় না রেখে পণ্য কেনাবেচা করার খবর প্রকাশিত হয়। এরপর গত ১১ এপ্রিল কিষান মান্ডি পরিদর্শন করেন জেলাশাসক অভিষেক তেওয়ারি, মহকুমা শাসক রঞ্জন কুমার দাস, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মন, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, বিডিও এন সি শেরপা ও বেলাকোবা ফাঁড়ির পুলিশ।পরিস্থিতি বিবেচনা করে বাজারের কিছু পণ্য অন্যত্র সরিয়ে নেওয়ার পাশাপাশি সপ্তাহে ৪ দিন বুধবার, বৃহস্পতিবার, শনি ও রবিবার পাইকারি বাজার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেইমতো এলাকায় মাইকিং করা হয়।

অভিযোগ, এরপরও আইনের তোয়াক্কা না করেই ৪ দিন পাইকারি বাজার না বসে আগের মতই বুধবার ও শনিবার বসছে। সেইসঙ্গে লকডাউনের সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এরফলে ব্যাপক ভিড় হচ্ছে বাজারে। আর এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *