রাজগঞ্জ, ২৮ ফেব্রুয়ারিঃ দীর্ঘ ১১বছর ধরে এক অসহায় বৃদ্ধার পাশে রয়েছেন শিলিগুড়ির সমাজকর্মী মদন ভট্টাচার্য।চালিয়ে যাচ্ছেন ভরণপোষণ। প্রতি ৩ মাস অন্তর নিজে গিয়ে খাদ্য সামগ্রী থেকে শুরু করে প্রয়োজনীয় সব জিনিস তার হাতে তুলে দিয়ে আসেন।
ফুলবাড়ির পশ্চিম ধনতলার বাসিন্দা মিনতি বর্মন।এলাকার একটি বিস্কুট কারখানায় শ্রমিকের কাজ করতেন। স্বামী-স্ত্রী দুজনে কাজে যেতেন।কিন্তু পরবর্তীতে কারখানাটি বন্ধ হয়ে যাওয়ায় কাজ হারান মিনতিদেবী।এরপর স্বামীও মারা যায়।অসহায় পরিবার, একমাত্র মেয়েকে কোন মতে বিয়ে দিয়েছেন।এরপর শারীরিক অসুস্থতা তার কাজে বাঁধা হয়ে দাঁড়ায়।সোজা হয়েও দাঁড়াতে পারেন না।
২০১১ সালে খবর যায় মদনবাবুর কাছে।শেষে তিনি মিনতিদেবীর পাশে এসে দাঁড়ান। শুক্রবারও তিনি সমস্ত রকম সাহায্য দিয়ে গেলেন।সেই সঙ্গে কিছু আর্থিক সাহায্য।মাছ কিনে খেতে পারেন তারও ব্যবস্থাও করেন তিনি।
মদনবাবু বলেন, যতদিন বাঁচবেন মায়ের মত তাকে সাহায্য করে যাব।এটা আমার কর্তব্য বলে মনে করি।তিনি সুস্থ হয়ে উঠুন তার ঘরটি একটু খারাপ অবস্থায় আছে।আমি ঠিক করে দেব।