রাজগঞ্জ, ১৬ মে: অল্প বৃষ্টি হলেই রাস্তায় জমছে জল।ফলে সমস্যায় রাজগঞ্জের তেওয়ারিপাড়া সহ কয়েকটি গ্রামের মানুষ।প্রায় ২ বছর থেকে এই সমস্যা চললেও অবস্থার কোনো পরিবর্তন হয়নি বলে স্থানীয়দের অভিযোগ।
রাজগঞ্জ ব্লকের কুকুরজান গ্রাম পঞ্চায়েতের কুকুরজান হাইস্কুল থেকে খালপাড়া বিএসএফ ক্যাম্প পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার পাকা রাস্তায় বৃষ্টি হলেই জল জমে থাকে।বর্ষাকালে প্রায় এক হাঁটু জল জমে থাকায় চলাফেরা করতে চরম সমস্যায় পড়তে হয় বলে বাসিন্দাদের অভিযোগ।
স্থানীয় বাসিন্দারা বলেন, ওই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন।প্রচুর যানবাহনও চলাচল করে।কিন্তু রাস্তায় জল জমে থাকায় সমস্যায় পড়তে হচ্ছে।ঘটনাটি গ্রাম পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে জেলা পরিষদের সদস্য এবং রাজগঞ্জের বিধায়ককে বলা হয়েছে।কিন্তু সমস্যা সমাধানের কোনো উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না বলে অভিযোগ।
এ ব্যাপারে এলাকার জেলা পরিষদের সদস্য লাভলী পারভিন বলেন, রাস্তাটির ওই বেহাল অবস্থার সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।লকডাউনের জন্য একটু সমস্যা হয়ে গেল।তবে আপাতত ওই রাস্তায় যাতে জল না জমে তার একটা ব্যবস্থা করবো।