শিলিগুড়ি,২৩ সেপ্টেম্বরঃ সমরনগর অন্তর্গত বউবাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে ছাই তিনটি বাড়ি।এদিকে সরু রাস্তা হওয়ার কারণে ঘটনাস্থল পর্যন্ত পৌছাল না দমকল।ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।তবে কি কারণে এই অগ্নিকান্ডের ঘটনা তা এখনও স্পষ্ট নয়।
বুধবার রাত ৮টা নাগাদ সমরনগরের বউবাজারের মহানন্দা নদী সংলগ্ন এলাকায় দুটি বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।এরপরই স্থানীয়রা দমকলে খবর দেন।খবর পেয়ে দ্রুত দমকলের দুটি ইঞ্জিন সেখানে এলেও স্থানীয়দের অভিযোগ রাস্তা তুলনামূলকভাবে সরু হওয়ার কারণে ঘটনাস্থল পর্যন্ত পৌছাতেই পারেনি ইঞ্জিনগুলি।যে কারণে ওই এলাকার তিনটি বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।যদিও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেছিলেন।ঘটনার পর ওই এলাকার রাস্তা চওড়া করার দাবি জানান স্থানীয়রা।