জলপাইগুড়িঃ প্রতিবন্ধকতা কোনো বাঁধা নয়, আবারও সেটা প্রমাণ করলেন প্রতিবন্ধীরাই। হুইলচেয়ারে বসেই প্রায় ৭ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন রাজ্যের ১৭ জন প্রতিযোগী।উত্তরবঙ্গে এই প্রথম এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে প্রতিবন্ধীদের জন্য ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হলো। জলপাইগুড়ি জেলার চালসার গোলাই এলাকা থেকে বাতাবাড়ি কিষাণ মান্ডি পর্যন্ত প্রতিযোগিতার আয়োজন করা হয়।রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহন করেন এবং সমস্ত প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে হুইলচেয়ারে বসে এগিয়ে যান তারা।
এদিনের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের অপূর্ব সামন্ত, দ্বিতীয় স্থান অধিকার করেন পশ্চিম মেদিনীপুর জেলার বেলদার মিঠুন গিরি এবং তৃতীয় স্থান অধিকার করেন উত্তর দিনাজপুর জেলার ভবেস সরেন।প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী করিমূল হক, সমাজসেবী শেখ জিয়াউর রহমান সহ অন্যান্যরা।