শিলিগুড়ি, ১৩ জুলাইঃ শিলিগুড়ির এক ব্যবসায়ীকে ৯১ লক্ষ টাকার প্রতারণা করার ঘটনায় অভিযুক্ত ভুয়ো বিচারক সমীর দুবের বাড়ি থেকে কিষাণগঞ্জ জেলা আদালতের বিচারকের সিল উদ্ধার করল ডিটেকটিভ ডিপার্টমেন্ট।সিল উদ্ধার হওয়ার পরই ডিডি এর সন্দেহ হয় সমীর দুবের সঙ্গে বড় কোনো আধিকারিক এই ঘটনায় জড়িত রয়েছে।
এদিকে মাটিগাড়া থানার অন্তর্গত সিটি সেন্টারে একটি স্পা’য়ে গ্রেফতার ইন্দ্রদেব পাসওয়ান কিষাণগঞ্জ কোর্টের আইনজীবী।এদিকে সমীর দুবে এবং ইন্দ্রদেব পাসওয়ান দুজন বন্ধু বলে জানা গিয়েছে।এই সমস্ত ঘটনায় ফের একবার খতিয়ে দেখতে বুধবার কিষাণগঞ্জে রওনা দেবে ডিডি টিম।
ডিডি সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ির সেবক রোড সংলগ্ন জ্যোতিনগর এলাকায় ভুয়ো বিচারক সমীর দুবের একটি বাড়িতে তল্লাশি চালিয়ে কিষাণগঞ্জ জেলা আদালতের বিচারকের সিল উদ্ধার হয়েছে।এর সঙ্গেই জেলা বিচারকের সিল করা নিলামের জাল সরকারি নথীপত্রও উদ্ধার হয়েছে।উদ্ধার হওয়া স্ট্যাম্প এবং নথীপত্র তদন্ত করে দেখছে ডিটেকটিভ ডিপার্টমেন্ট।অন্যদিকে, সিটি সেন্টারের স্পা’য়ে গ্রেফতার ইন্দ্রদেব পাসওয়ানকেও জিজ্ঞাসাবাদ করছে ডিডি।