শিলিগুড়িঃ স্বামীর সঙ্গে এক মহিলার সম্পর্ক রয়েছে। এই সন্দেহে সেই মহিলা সহ ও স্বামীর শরীরে পেট্রল ঢেলে আগুন লাগানোর অভিযোগ উঠলো স্ত্রী’য়ের বিরুদ্ধে। মৃত্যু হয়েছে একজনের। ঘটনা শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির কিরণচন্দ্র চা বাগানের।
জানা গিয়েছে চা বাগানের আধিকারিক সুদীপ্ত দাসের স্ত্রী রুপা দাস সন্দেহের বশে প্রথমে বাগানের কর্মী সুজাতা চিক বড়াইকের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় । এরপর স্বামী সুদীপ্ত দাসকে ঘরের ভেতর ঢুকে আগুন ধরিয়ে দেয়। দ্রুত স্থানীয়রা আগুন নিভিয়ে নকশালবাড়ি হাসপাতাল থেকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও পরে শিলিগুড়ির একটি নার্সিংহোমে অগ্নিদগ্ধদের চিকিৎসার জন্য পাঠানো হয়।
বুধবার ঘটনায় পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন অগ্নিদগ্ধ মহিলার পরিবারের সদস্যরা। ঘটনার পর নকশালবাড়ি থানার পুলিশ অভিযুক্ত রুপা দাসকে গ্রেফতার করেছে। পুরো ঘটনার অভিযুক্তকে কড়া শাস্তির দাবি করেন মহিলার পরিবারের সদস্যরা। চিকিৎসা চলাকালীন মহিলার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।