ফুলবাড়ি, ৬ মার্চঃ দোল উৎসবের বাকি আর মাত্র কয়েকটা দিন। আবির কারখানায় ব্যস্ততা কর্মীদের। যদিও অন্যান্য বারের তুলনায় এবছর আবিরের চাহিদা কম থাকায় অনেকটাই কম আবির তৈরি করছেন ফুলবাড়ির বর্ডার সংলগ্ন চম্পদগছ এলাকার আবির কারখানায়।
কারখানার কর্মচারী জীবন মন্ডল জানান, দীর্ঘ ২০ বছর ধরে ফুলবাড়ির বর্ডার এলাকার চম্পদগছে আবির তৈরি করে আসছেন। ভুটান থেকে নানান সামগ্রী এনে এই আবির তৈরি করা হয়। এই আবির শিলিগুড়ি, ইসলামপুর রায়গঞ্জ সহ বিভিন্ন এলাকায় বিক্রি করা হতো। তবে এবছর আবিরের চাহিদা কম থাকায় অনেকটাই কম পরিমাণে বাড়ানো হচ্ছে। আগে ১০-১২ জন শ্রমিক নিয়ে তিন-চার রঙের আবির তৈরি করা হতো। এবছর তিনজন কর্মচারীদের নিয়ে শুধু গোলাপি ও গেরুয়া রঙের আবির বানানো হচ্ছে। এই আবির শিলিগুড়ির বাজারে বিক্রি করা হবে বলে জানান তিনি।