রাজগঞ্জ, ১৪ মার্চঃ হোলির আর মাত্র কয়েকটা দিন বাকি,আবির বানাতে ব্যস্ত ফুলবাড়ি আবির কারখানার শ্রমিকেরা।
গত দুবছর করোনার জন্য আবিরের সেভাবে চাহিদা ছিল না।এবছর করোনার প্রকোপ কম থাকায় বাজারে ভালো চাহিদা রয়েছে।তাই এবছর ভালো লাভের আশায় আবির তৈরি হচ্ছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি সীমান্ত এলাকার চম্পদগছের একটি কারখানায়।
কারখানার এক কর্মচারী জীবন মন্ডল বলেন, প্রতিবছর দোলযাত্রার সময় কমপক্ষে দুই মাস আগে আবির তৈরি করা হতো।১৫ – ২০ জন শ্রমিক কাজ করতেন।গতবছর আবির তৈরি করলেও করোনার জন্য ভালো বিক্রি হয়নি।তাই মালিক এবছর আবির কম বানানোর জন্য বলেছেন।কিন্তু এবছর বাজারে ভালো চাহিদা রয়েছে আবিরের।আমাদের এই আবির শিলিগুড়ি সহ জলপাইগুড়ি, মালবাজার ইসলামপুর সহ নানা যায়গায় বিক্রি হয়।প্রতিবছর ভুটান থেকে সামগ্রী আনা হতো আবির তৈরির জন্য।কিন্তু এবছর কারখানায় জমে থাকা উপকরণ দিয়ে আবির তৈরি করা হচ্ছে।