শিলিগুড়ি, ১৮ মার্চঃ সবুজ গেরুয়ার রাজনৈতিক পক্ষ-বিপক্ষ নিয়ে চারদিকে চর্চার ঝড়৷ আর নির্বাচনের ফলাফলের প্রতি নজর রেখে শিলিগুড়িতে তৈরি হচ্ছে সবুজ ও গেরুয়া আবির।দুই রঙ মিলিয়ে প্রায় দুই হাজার কিলোর বেশী আবির তৈরি হচ্ছে শিলিগুড়ির শাস্ত্রীনগরে।পাশাপাশি দোলের জন্য লাল, হলুদ সহ আরও নানা রঙের আবির তৈরি হচ্ছে।
নির্বাচনের ফলাফলের পর বিজয়ী দলের তরফে আবির মেখে উচ্ছাসে মাতেন নেতা-কর্মীরা।আর বিধানসভার মতো নির্বাচনের ফলাফলের পর যে দল ক্ষমতায় আসবে উচ্ছাস-আনন্দে মাতবে সেই দলের কর্মীরাও।আর সেকারণেই আগেভাগেই তৈরি করে দোকানে দোকানে পাঠানো হচ্ছে এই আবির।তবে এবার সবুজ ও গেরুয়া আবিরের অর্ডার সব থেকে বেশী এসেছে বলেই জানান আবির প্রস্তুতকারকেরা।
ইতিমধ্যেই শিলিগুড়িতে তৈরি এই আবির উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় পাঠানো শুরু হয়ে গিয়েছে।আবার দোলের জন্য নানা রঙের আবিরও তৈরি হচ্ছে।সেসব শিলিগুড়ির বিভিন্ন বাজারে বাজারে পাঠানো হচ্ছে।