শিলিগুড়ি,৯ মার্চঃ শিলিগুড়িতে বিভিন্ন স্পর্শকাতর ও বড় ভোট গ্রহণ কেন্দ্রগুলি পরিদর্শন জেলাশাসক ও পুলিশ কমিশনারের। ১৭ এপ্রিল পঞ্চম দফায় দার্জিলিং জেলায় ভোটগ্রহণ হবে। যেকারণে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি বড় ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে যেখানে একাধিক বুথ রয়েছে সেখানে কীভাবে মানুষ ভোট দেবেন ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি দেখতেই মঙ্গলবার পরিদর্শনে বের হন জেলাশাসক শশাঙ্ক শেঠী, পুলিশ কমিশনার ডিপি সিং, মহকুমাশাসক প্রিয়দর্শীনি এস সহ অন্যান্য পুলিশ কর্তারা।
এদিন চম্পাসারির শ্রীগুরু বিদ্যামন্দির স্কুল সহ প্রধাননগরের আরও একটি বুথ, হিন্দি হাইস্কুল ও শিলিগুড়ি কলেজে যান তাঁরা। সেখানে বিভিন্ন ঘরগুলি দেখার পাশাপাশি আলোচনাও করেন কর্তারা। এদিন জেলাশাসক শশাঙ্ক শেঠী জানান, শহরে বিভিন্ন বুথগুলি দেখা হচ্ছে।এছাড়াও স্পর্শকাতর বুথ চিহ্নিত করা হচ্ছে।এর আগে যেখানে যে বুথগুলিতে ভোট কম পড়েছে সেখানে মানুষের মনোবল বাড়াতেও নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।
অন্যদিকে পুলিশ কমিশনার ডিপি সিং জানান, শহরে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করছে।এছাড়াও বিভিন্ন জায়গায় নাকা চেকিং করা হচ্ছে।আগামীতে আরও কেন্দ্রীয় বাহিনী আসবে।