শিলিগুড়ি, ৫ জুলাইঃ করোনা ভাইরাস এর বিরুদ্ধে, লড়াই করতে প্রয়োজন সমন্বয়। আর সেই সমন্বয়ের অভাবে শহরে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।এমনটাই অভিযোগ করলেন শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর সদস্য শঙ্কর ঘোষ।
শঙ্কর ঘোষ অভিযোগ করে বলেন, শুধুমাত্র মুখ চিনে নিয়মমাফিক বৈঠক সারছেন রাজ্যের স্বাস্থ্য আধিকারিক থেকে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী।যার ফলে শহরে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। অবিলম্বে সমন্বয় অভাব কাটিয়ে সকলে একত্রিতভাবে এই যুদ্ধে সামিল হওয়ার কথা জানান তিনি।
শঙ্কর ঘোষ বলেন, রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী বেসরকারি নার্সিংহোম গুলিতে করোনা চিকিৎসা করার কথা থাকলেও কোন নার্সিংহোম চিকিৎসা করছে না।এরফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছে শহরবাসী।
অবিলম্বে সমস্ত বিষয় স্বাস্থ্য দপ্তরকে তদারকি করার আহ্বান জানান তিনি।এছাড়াও বর্তমানে প্রয়োজন রেনডম টেস্টের, যদি দ্রুত এই টেস্টের প্রতি সরকার নজর না দেয় তাহলে শহরের অদূর ভবিষ্যৎ খুবই বিপদজনক বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনিl