নিউজ ডেস্কঃ ভারতের হাতে এলো দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম দূষণ নিয়ন্ত্রক জাহাজ।আজ গোয়ায় ‘সমুদ্র প্রতাপ’ জাহাজের উদ্বোধন করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
বিশেষ প্রযুক্তির মাধ্যমে তৈরি এই জাহাজ সহজেই সমুদ্রের জলে মিশে থাকা তেল এবং রাসায়নিক পদার্থ শনাক্ত করতে পারবে।জলে দূষণের মাত্রা পরীক্ষা করে তার প্রেক্ষিতে কি পদক্ষেপ করা প্রয়োজন তা নির্ধারণ করতে পারবে সমুদ্র প্রতাপ।সমুদ্রের দূষণ নিয়ন্ত্রণ করার পাশাপাশি তল্লাশি এবং উদ্ধারকাজেও ব্যবহার করা হবে ‘সমুদ্র প্রতাপ’-কে।এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই জাহাজের উদ্বোধন করেন রাজনাথ সিং।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত, কেন্দ্রের প্রতিরক্ষা সচিব রাজেশকুমার সিং সহ অন্যন্যা বিশিষ্টজনেরা।
এদিন জাহাজের উদ্বোধন করে রাজনাথ সিং বলেন, এই জাহাজটির ৬০ শতাংশ যন্ত্রাংশ দেশীয় প্রযুক্তিতে তৈরি।এই জাহাজ শুধুমাত্র সমুদ্রের জলের দূষণ নিয়ন্ত্রণ করবে না এটি উদ্ধারকাজেও সাহায্য করবে।আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে এটি একটি শক্তিশালী পদক্ষেপ বলে জানান তিনি।
