রাজগঞ্জ, ১৯ ডিসেম্বরঃ রাজগঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভা হল বেলাকোবায়।রবিবার রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের দেবী চৌধুরানী সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়।
এদিনের সভায় ১ লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা দিবস পালন করা সহ আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে বিভিন্ন বিষয়ে দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা করা হয়।
এদিনের সভায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাপতি উত্তরা বর্মন,রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায়, জলপাইগুড়ি ডিপিএসসির চেয়ারম্যান লক্ষ্যমোহন রায়, রাজগঞ্জ ব্লক যুব তৃণমূল সভাপতি তুষার দত্ত সহ অন্যান্যরা।