সাংবাদিককে চড় মারার প্রতিবাদে অবস্থান বিক্ষোভে সামিল শিলিগুড়ির সাংবাদিকেরা

শিলিগুড়ি, ৬ জানুয়ারিঃ সাংবাদিককে চড় মারার প্রতিবাদে অবস্থান বিক্ষোভে সামিল হল শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাব।


সাংবাদিক হেনস্থার ঘটনা বারেবারেই নজরে আসছে।মঙ্গলবার ময়নাগুড়ির তৃণমূল বিধায়ক অনন্ত দেব অধিকারী তার সাংবাদিক বৈঠকে এক সাংবাদিককে চড় মারেন।কারন হিসেবে জানান, ওই সাংবাদিকের খবর তার পছন্দ হয়নি।

গনতন্ত্রের চতূর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকেরা পরিচিত।অহেতুক কারনে সেই সাংবাদিকের গায়ে হাত তোলার এই ঘটনা সত্যিই তীব্র নিন্দনীয়।এই ঘটনায় ইতিমধ্যেই বিরোধিতায় সরব হয়েছে সাংবাদিক মহল।এদিন শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের তরফে গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে সামিল হন শিলিগুড়ির সাংবাদিকেরা।উপস্থিত ছিলেন শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সভাপতি প্রমোদ গিরি, সাধারণ সম্পাদক অংশুমান চক্রবর্তী, সহ সভাপতি ইরফান আজম সহ অন্যান্য সদস্যরা।  


সম্পাদক অংশুমান চক্রবর্তী জানান, অভিযুক্ত বিধায়ককে ওই সাংবাদিকের কাছে অবিলম্বে ক্ষমা চাইতে হবে নতুবা শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের তরফে আগামীতে আরও বিক্ষোভ কর্মসূচী গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *