শিলিগুড়ি,১৫ অক্টোবরঃ কোভিড পরিস্থিতিতে জরুরী পরিষেবা দেওয়ার কারনে সাংবাদিকদের সংবর্ধনা জানাল ‘এই প্রজন্ম’ সংগঠন।
করোনা আবহে গোটা শহরবাসী যখন ভয়ে যবুথুবু তখন ডাক্তার, নার্স, পুলিশের পাশাপাশি প্রতিনিয়ত রাস্তায় খবর সংগ্রহে ব্যাস্ত ছিলেন সাংবাদিকেরা। ভয় কে জয় করে প্রতিমুহূর্তের খবর সাধারন মানুষের সামনে তুলে ধরতে তারা ছিলেন প্রতিজ্ঞাবদ্ধ। সেই কারনেই সাংবাদিকদের সম্মান জানাতে শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ‘এই প্রজন্ম’ সংগঠন। সাংবাদিকদের এদিন উত্তরীয় পড়িয়ে হাতে স্মারক তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন সংগঠনের কর্নধার শংকর ঘোষ, অনির্বাণ দত্ত সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।