নকশালবাড়িতে ‘সাংসদ খেল মহোৎসব’ এর আয়োজন 

নকশালবাড়ি, ১৩ ডিসেম্বরঃ ‘সাংসদ খেল মহোৎসব’ অনুষ্ঠিত হল নকশালবাড়িতে।দার্জিলিং লোকসভা কেন্দ্রের সাংসদ রাজু বিস্তের উদ্যোগে ১২দিনব্যাপী ‘সাংসদ খেল মহোৎসব’ শুরু হল নকশালবাড়িতে। 
এদিন নকশালবাড়ি আদিবাসী ময়দানে এই মহোৎসবের অংশ হিসেবে মিউজিক্যাল চেয়ার, দৌড় ও রশি টানাটানি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত, এস‌এসবি শিলিগুড়ি ফ্রন্টিয়ার আইজি বন্দন সাক্সেনা, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, দূর্গা মূর্মূ ও আনন্দময় বর্মন সহ অন্যান্যরা। 
এদিন নিজেই দড়ি টানাটানি খেলায় অংশ নেন সাংসদ। সাংসদ জানান, এই বছরের প্রথম এডিশনের এই খেলায় ১০০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। নিজেকে ও সমাজকে সুস্থ রেখে যুব সমাজকে নেশামুক্ত রাখার বার্তা নিয়েই এই মহোৎসবের আয়োজন করা হয়েছে। এখন পর্যন্ত ২০ হাজার প্রতিযোগী এই মহোৎসবে অংশ নিতে রেজিস্ট্রেশন করেছে। আগামী ২৫ ডিসেম্বর এই মহোৎসব সমাপ্ত হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *