সাংসদের ওপর হামলা, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে অভিযোগ জানালেন চার বিধায়ক  

শিলিগুড়ি,১২ জুনঃ রাজগঞ্জের ভান্ডারিগছে ঘর ছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরাতে গিয়ে আক্রান্ত হন জলপাইগুড়ি সাংসদ ডঃ জয়ন্ত রায় ও বিজেপি কর্মীরা।ঘটনার পর আহত সাংসদ সহ দুজন কর্মীকে নিয়ে আসা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।


শনিবার অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে লিখিত অভিযোগ জানালেন পাহাড় ও সমতলের চার বিধায়ক।উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, মাটিগাড়া-নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন, ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি এবং কার্শিয়াঙের বিধায়ক বিপি বাজগাই।

বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, সেই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বরা পূর্ব পরিকল্পিতভাবে বিজেপি কর্মীদের ঘরে ফেরানোর আশ্বাস দিয়ে দলবদল করার উদ্দেশ্যে ছিল।জলপাইগুড়ি সাংসদের উপস্থিতিতে তাদের এই ধরনের পরিকল্পনা ভেস্তে যায়।ঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরাতে সাংসদ জয়ন্ত রায় গিয়েছিলেন সেইসময় সাংসদ এবং বিজেপি কর্মীদের ওপর হামলা করা হয়।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *