শিলিগুড়ি,৭ মেঃ সাংসদ কোথায়? এই প্রশ্নের উত্তর চেয়ে বুধবার রাতে শিলিগুড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে সাংসদ রাজু বিস্তের ছবি দিয়ে কিছু ব্যানার লাগিয়ে দেওয়া হয়। তবে কে বা কারা এই ব্যানারগুলি লাগিয়েছে তা জানা যায়নি। বুধবার রাতে এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনার তীব্র নিন্দা করে শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের করলো জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুরে বিজেপি শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সভাপতি প্রবীণ আগরওয়ালের নেতৃত্বে নেতারা থানায় যান।তারা লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিন জেলা সভাপতি জানান, সাংসদ এই মুহূর্তে সশরীরে এখানে না থাকলেও করোনার জন্য যা যা করণীয় তা করছেন। নিজের সাংসদ তহবিল সহ বেতনের টাকাও প্রদান করেছেন। এই পোস্টার লাগানোর পেছনে তৃণমূলের হাত রয়েছে বলে অভিযোগ করেন জেলা সভাপতি। পুলিশি তদন্তের দাবিও জানান তিনি।