লিঙ্গ বৈষম্য ও লিঙ্গ ভিত্তিক হিংসার অবসানের বার্তা নিয়ে আমবাড়িতে মিছিল স্বনির্ভর গোষ্ঠীর

রাজগঞ্জ, ১০ জানুয়ারিঃ লিঙ্গ বৈষম্য ও লিঙ্গ ভিত্তিক হিংসার অবসানের বার্তা নিয়ে মিছিল স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের।


বুধবার বিন্নাগুড়ি মহিলা মিলন বহুমুখী প্রাথমিক সংঘ সমবায় সমিতির স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই মিছিল করেন।এই মিছিল রাজগঞ্জ ব্লকের আমবাড়ির কামারভিটা থেকে শুরু হয়ে আমবাড়ির বিভিন্ন যায়গা পরিক্রমা করে।এই মিছিলের মাধ্যেমে কন্যাভ্রুণ হত্যা, শিক্ষাক্ষেত্রে বঞ্চনা, বাল্যবিবাহ, অপরিণত বয়সে গর্ভবতী হয়ে পড়া, যৌন নির্যাতন, পণপ্রথা সহ নানা সামাজিক বিষয়ে সচেতন করা হয়।

এই বিষয়ে তনিমা রায় জানান, লিঙ্গভিত্তিক হিংসার অবসানের উদ্দেশ্যে একমাস ব্যাপী সমগ্র জেলা জুড়ে কর্মশালা ও বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *