শিলিগুড়ির রথখোলা স্পোর্টিং ক্লাবে আয়োজিত হতে চলেছে স্বনির্ভর গোষ্ঠীর মেলা

শিলিগুড়ি, ২০ সেপ্টেম্বরঃ আগামী ২৩শে সেপ্টেম্বর শিলিগুড়ির রথখোলা স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে আয়োজিত হতে চলেছে মহিলা দ্বারা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীর মেলা।সোমবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠক করে জানালেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা।


এই বিষয়ে মালবিকা সরকার বলেন, আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর অবধি মেলা চলবে।সমাজে মহিলাদের স্বনির্ভরতা কতটা জরুরি এই বার্তা দিতেই এই মেলার আয়োজন।নারী শক্তিকে জাগ্রত করার জন্য এটা একটা প্ল্যাটফর্ম।মহিলাদের হাতের তৈরি খাবার, সমস্ত প্রসাধনী জিনিস সহ হাতে তৈরি কুটির শিল্প, জুয়েলারি থাকছে এই মেলায়।পাশাপাশি প্রশিক্ষণের ব্যবস্থাও থাকছে।

মেলার উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিলিগুড়ি পুরনিগমের প্রসাশক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব, শিলিগুড়ি থানার আইসি সহ অন্যান্যরা।


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *