প্রকাশ্যে মিড-ডে মিলের চাল পাচার, হাতেনাতে ধরা পড়ল স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা

রাজগঞ্জ, ২৭ জানুয়ারিঃ প্রকাশ্যে স্কুল থেকে মিড-ডে মিলের চাল পাচারের সময় হাতেনাতে ধরা পড়ল স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা।সোমবার রাজগঞ্জ মহেন্দ্রনাথ হাইস্কুলের ঘটনা।


স্থানীয় বাসিন্দারা বলেন,  এদিন তাদের নজরে পড়ে স্কুলের সীমানা প্রাচীরের উপর দিয়ে মিড-ডে মিলের চাল পাচার করে নিয়ে যাচ্ছে স্বনির্ভর গোষ্টির কয়েকজন সদস্য।সঙ্গে সঙ্গে তাদের ধরে ফেলে বাসিন্দারা।তারা বলেন, মিড-ডে মিলের জন্য বরাদ্দ চাল ও অন্যান্য সামগ্রী কয়েক বছর থেকে পাচার হচ্ছে।বিষয়টি আগেও স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়েছে।এরপরই খবর দেওয়া হয় পুলিশকে।

স্থানীয় গোপাল পালের বাড়ি থেকে মিড-ডে মিলের কিছু চাল ও রান্নার সামগ্রী উদ্ধার করে পুলিশ।রান্নার দায়িত্বে থাকা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা বলেন, আগে মিড-ডে মিল পাচার করা হয়নি।এদিন প্রথম নেওয়া হয়েছিল।


স্কুলের প্রধান শিক্ষক ভুপেন্দ্র নাথ বলেন, এলাকার বাসিন্দারা মিড-ডে মিল পাচারের অভিযোগ জানিয়েছিলেন।বিষয়টি বিডিও অফিসে জানানো হয়েছিল।নজর রাখার জন্য সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল।সেই সিসিটিভি ক্যামেরা কে বা কারা ভেঙ্গে ফেলেছে।বিষয়টি নিয়ে পরিচালন সমিতির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

পরে ঘটনাস্থলে পৌঁছায় রাজগঞ্জের বিডিও এন সি শেরপা, তিনি স্কুল কর্তৃপক্ষকে আইননত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। স্কুল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে রাজগঞ্জ থানার পুলিশ ওই মহিলা স্বনির্ভর গোষ্ঠীর আট সদস্যকে আটক করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Jojobet Girişcasibomholiganbet girişjojobetcasino siteleriDeneme Bonuslarcasicasibomcasibom 726casibomcasibomcasibomOnwincasibom giriş