জলপাইগুড়ি, ১৬ জানুয়ারিঃ লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি উদয়ের তরফে জলপাইগুড়ির রাজাডাঙায় পদ্মশ্রী করিমূল হকের গ্রামে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হল।
একটি শিবিরের আয়োজন করে ২৫ হাজার স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়।প্রত্যেক মহিলাকে ৬০ পিস করে স্যানিটারি ন্যাপকিন দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, শিবিরে ৩৫০ জনেরও বেশী মহিলা অংশগ্রহণ করেন।লায়ন্স ক্লাবের তরফে প্রায় ৫ লক্ষ স্যানিটারি প্যাড বিতরণ করার লক্ষ্য রাখা হয়েছে।এছাড়াও স্যানিটারি ন্যাপকিন নিয়ে গ্রাম এলাকার মহিলাদের মধ্যে সচেতনতা বাড়ানোও ক্লাবের মুখ্য উদ্দেশ্য।
এদিনের কর্মসূচিতে প্রজেক্ট চেয়ারম্যান অঙ্কিত আগরওয়াল এবং বিশাল আগরওয়াল, ক্লাবের সভাপতি লায়ন বিশাল জৈন, বিকাশ আগরওয়াল, প্রমিত বনসল, বিক্রম কেডিয়া, অমিত জালান, পীয়ূস মাসকরা, অরুণ গোয়েল এবং বিবেক গোয়েল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।