শিলিগুড়ি, ২১ এপ্রিল: করোনা ভাইরাস রুখতে শহরের বিভিন্ন বাজারগুলিতে চলছে জীবানুমুক্ত করার কাজ।
মঙ্গলবার সকালে ৩ নম্বর বরো কমিটির উদ্যোগে সুভাষপল্লী বাজার জীবানুমুক্ত করা হল।এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন পুরনিগমের বিরোধী দলনেতা রঞ্জন সরকার। এদিন বাজার জীবানুমুক্ত করার পাশাপাশি সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে সচেতন করা হয়।
রঞ্জন সরকার জানান, সুভাষপল্লী বাজারে প্রচুর পরিমান মানুষ যাতায়াত করে। এর ফলে মাঝেমধ্যেই এই বাজারকে জীবানুমুক্ত করা প্রয়োজন।এছাড়াও ১৭ নম্বর ওয়ার্ডও এদিন জীবানুমুক্ত করা হল।
তিনি আরও জানান, আগামীতে ১৮ নম্বর ওয়ার্ডের বাজারগুলিকেও জীবানুমুক্ত করা হবে।