শিলিগুড়ি,২৯ আগস্টঃ লকডাউনে অটোমেটিক স্যানিটাইজার মেশিন বানিয়ে তাক লাগালো শিলিগুড়ি পুরনিগমের ৭ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দপল্লীর বাসিন্দা শেখ মনিরুল ইসলাম।মনিরুল এবছর মাধ্যমিক পাশ করেছে।মাত্র ২৫০-৩০০ টাকা খরচ করে এই মেশিনটি বানিয়েছে মনিরুল।
এদিন শেখ মনিরুল ইসলাম জানায়, বর্তমান পরিস্থিতিতে সকলের হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা উচিত।সেই বিষয়টিকে মাথায় রেখেই এই অটোমেটিক স্যানিটাইজার মেশিনটি তৈরি করেছি।মেশিনের নিচে হাত রাখলেই স্যানিটাইজ হয়ে যাবে হাত।তবে এই মেশিনটি তৈরি করতে গুগলের সামান্য সাহায্য নিয়েছে মনিরুল।