মৃত্যুদন্ড নয়, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদন্ডের সাজা ঘোষণা করলো শিয়ালদাহ আদালতের বিচারক অনির্বান দাস।
এই ঘটনা বিরল থেকে বিরলতম নয়।সেই কারণে আমৃত্যু জেলের নির্দেশ দেওয়া হয়েছে সঞ্জয় রায়কে।নিহত তরুণী চিকিৎসকের বাবা মাকে ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে।যদিও নির্যাতিতার পরিবার ক্ষতিপূরণ চান না বলে জানিয়েছেন।
সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।এই শাস্তি চেয়ে আদালতে আবেদন করেছিলেন সিবিআই এর আইনজীবী।তবে বিচারক অনির্বান দাস এই ঘটনাকে বিরল থেকে বিরলতম ঘটনা নয় বলে মনে করেন।তাই সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদন্ডের সাজা ঘোষণা করেন তিনি।
প্রসঙ্গত, গত ৯ অগাস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়।১০ অগাস্ট ধর্ষণ-খুনের অভিযোগে গ্রেফতার করা হয় সিভিক ভলান্টিয়ার সঞ্জয়কে।ঘটনার পরই সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।গত কয়েকমাস মামলা চলার পর গত শনিবার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়।আজ তার সাজা ঘোষণা হল।