শিলিগুড়ি, ২০ মার্চঃ শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের বিরুদ্ধে পোস্টার পড়ল শিলিগুড়ির বিভিন্ন এলাকায়।এই পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শহরে।
গত ১৮ মার্চ দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার বিধানসভা কেন্দ্রে প্রার্থী তালিকা ঘোষনা করে বিজেপি।শিলিগুড়ি থেকে প্রার্থী ঘোষণা করা হয় সদ্য বামফ্রন্ট থেকে বিজেপিতে যোগ দেওয়া নেতা শঙ্কর ঘোষকে।
এরপর হঠাৎই শুক্রবার রাতের অন্ধকারে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের নামে পোস্টার পড়ে শহরের বিভিন্ন যায়গায়।হিলকার্ট রোড, বিধান রোড, হাসপাতাল মোড়, কলেজ পাড়া সহ বিভিন্ন এলাকায় পোস্টার পড়েছে।কে বা কারা রাতের অন্ধকারে এই পোস্টারগুলি লাগিয়েছে তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।
এই বিষয়ে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ বলেন, যেটা সত্য নয় সেটাই রাতের অন্ধকারে হয়।তবে এই বিষয়টিকে তিনি গুরুত্ব দিতে নারাজ৷যদিও বিষয়টি শিলিগুড়ি জেলা সাংগঠনিক সভাপতি প্রবীণ আগরওয়ালকে জানাবেন এবং পুলিশের কাছে অভিযোগ দায়ের করবেন এমনটাই জানিয়েছেন তিনি।