শিলিগুড়ি, ৩০ ডিসেম্বরঃ শিলিগুড়ির প্রধাননগর রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের এক সন্ন্যাসীকে SIR শুনানির নোটিশ।পিতামাতার নাম সংক্রান্ত বিষয়েই এই নোটিশ পাঠানো হয়েছে।
রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের রঘুনন্দন মহারাজ রামকৃষ্ণ মঠে দীক্ষিত সন্ন্যাসী।তিনি বলেন, দীক্ষার পর আমরা জৈবিক পিতামাতার নাম ব্যবহার করতে পারি না।আমাদের ক্ষেত্রে পিতার নাম হিসেবে ‘রামকৃষ্ণ দেব’এবং মায়ের নাম হিসেবে ‘মা সারদা’ব্যবহার করা হয়। শুধু তাই নয়, আমি নিজে ভারত সরকারের জারি করা পাসপোর্টের ধারক, যেখানে আমার পিতামাতার নামও সেই ভাবেই নথিভুক্ত রয়েছে।
এই বিষয়ে তৃণমূল নেতা বেদব্রত দত্ত বলেন, যে দল সব সময় হিন্দু ধর্মীয় বিষয় নিয়ে বড় বড় কথা বলে, আজ দেখা যাচ্ছে সেই দলের শাসনেই সন্ন্যাসীদের পরিচয় নিয়েও প্রশ্ন উঠছে ‘SIR’-এর নামে।
অন্যদিকে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার আইটি সেলের ইনচার্জ দীপঙ্কর কুণ্ডু বলেন, ‘SIR’ একটি নির্দিষ্ট প্রক্রিয়া।শুধু একজন সন্ন্যাসী নন, যাঁদের নোটিস দেওয়া হয়েছে, সকলকেই নথি যাচাই করাতে হবে।এমনকি প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী হলেও তাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।কিছু রাজনৈতিক দল নিজেদের বাংলাদেশি ভোটব্যাংক রক্ষা করার জন্য এই বিষয়টিকে ভুলভাবে ব্যাখ্যা করছে।
