জলপাইগুড়ি, ২৭ মেঃ ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত রায়কে আটকে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে।এদিন তার সঙ্গে ছিলেন জেলা সভাপতি বাপী গোস্বামী ও বিজেপি জেলা সহ সভাপতি অলোক চক্রবর্তী।
জানা গিয়েছে, সোমবার ময়নাগুড়ি ব্লকে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।ক্ষতিগ্রস্ত অসহার পরিবারের পাশে দাঁড়াতে ও এলাকার ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে বুধবার সাংসদ জলপাইগুড়ি থেকে ময়নাগুড়ি উদ্দেশ্যে যাচ্ছিলেন।অভিযোগ, সেই সময় তিস্তা সেতু এলাকায় সাংসদের গাড়ি আটকায় পুলিশ।পুলিশের বাধার মুখে পড়ে কয়েক ঘন্টা আটকে থাকতে হয় সাংসদ সহ বিজেপির জেলা সভাপতি ও বিজেপি জেলা সহ সভাপতিকে।
সাংসদ জয়ন্ত রায় অভিযোগ করে বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে প্রচুর মানুষের ফোন আসছে।তারা চরম দুর্দশার মধ্যে রয়েছেন।তাদের সঙ্গে দেখা করতেই এলাকায় যাচ্ছিলাম তখনই আটকে দেওয়া হল আমাদের।