শিলিগুড়ি, ১৮ ডিসেম্বরঃ ‘তৃণমূল ছেড়ে যারা বিজেপিতে যোগদান করছেন তারা ভালোবেসে বিজেপিতে যোগ দিচ্ছেন না, বিজেপিও তাদের ঘরশত্রু বিভীষণ মনে করবে’- শুক্রবার সাংবাদিক বৈঠকে এমনটাই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী।
পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দল দিল্লীতে কেন্দ্র সরকারের কাছে পাহাড়ের ১১ জনজাতির ট্রাইবাল স্ট্যাটাসের দাবি রাখছে।এই বিষয়ে শান্তা ছেত্রী জানান, এই ১১ জনজাতির জন্য তারা বহু বছর ধরে লড়ে যাচ্ছেন।পার্লামেন্টেও বারবার এই বিষয়ে প্রশ্ন তুলেছেন তিনি। পাহাড়ের মানুষদের ভুল বোঝাচ্ছে বিজেপির কিছু মার্কেটিং এজেন্ট আর এই মার্কেটিং এজেন্টরা পাহাড়ের শান্তি নষ্ট করার চেষ্টা করছেন।
তিনি আরও বলেন, রাজ্যে বিজেপির ১৮ জন এমপি রয়েছেন তারা কোনো কাজ করেন না, তারা শুধুমাত্র বিজেপির তোতাপাখি হয়ে রয়েছেন।