শিলিগুড়ি, ২২ ফেব্রুয়ারিঃ যানযটে নাকাল শহর শিলিগুড়ি।প্রানবন্ত শহর আজ প্রানহীন।তাই শহরের ঐতিহ্য ফেরাতে পুরনিগমে ক্ষমতায় এসেই যানযট সমস্যা সমাধানে উদ্যোগী হলেন মেয়র গৌতম দেব।
মঙ্গলবার মেয়র পদে শপথ নেওয়ার পরই প্রথম বৈঠক সারলেন গৌতম দেব।এদিন শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা, দার্জিলিঙের জেলাশাসক এস পুন্নমবলম,শিলিগুড়ির মহকুমাশাসক শ্রীনিবাস ভেঙ্কটরাও পাটিল সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মেয়র গৌতম দেব।
এদিনের বৈঠকে মূলত যানজট, পার্কিং সমস্যা সহ একাধিক বিষয়ে আলোচনা হয়।বৈঠক শেষে গৌতম দেব জানান, বছরে বা মাসে হিসেবে কাজ হবে না।এবার উন্নয়নমূলক কাজ হবে দিন গুনে।শিলিগুড়ি শহরকে মডেল শহরের যে স্বপ্ন দেখেছিল রাজ্যের মুখ্যমন্ত্রী তা দ্রুত বাস্তবায়িত করার চেষ্টা করা হবে বলে জানান তিনি।
অন্যদিকে মেয়র গৌতম দেবের প্রচেষ্টাকে বাস্তবায়িত করার যথাসাধ্য চেষ্টা করা হবে বলে জানান কমিশনার গৌরব শর্মা।