জলপাইগুড়ি, ১০ সেপ্টেম্বরঃ পাচারের আগে ১৩ কোটি টাকার সাপের বিষ উদ্ধার।ঘটনায় গ্রেফতার ১।ধৃতের নাম সলিন আখতার মান্ডু।দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা।
জানা গিয়েছে, তিনটি বেলজিয়ামের ক্রিস্টাল কাঁচের জারে সাপের বিষ সহ এক পাচারকারীকে গ্রেফতার করে গরুমারা বন্যপ্রাণী শাখার বনকর্মীরা।জলপাইগুড়ি গরুমারা জাতীয় উদ্যান এলাকা থেকে গ্রেফতার করা হয়।ধৃতকে আজ জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয়েছে।
এই বিষয়ে সহকারি সরকারি আইনজীবী সিন্ধু রায় জানান, গরুমারা বন্যপ্রাণী বিভাগের পক্ষ থেকে ধৃতকে ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
এদিকে ধৃতের আইনজীবী সন্দীপ দত্ত জানান, ধৃতের বিরুদ্ধে সাপের বিষ পাচারের অভিযোগ আছে।তাকে ৬ দিনের হেফাজতে নিয়েছে বনবিভাগ।