শিলিগুড়ি, ১৬ অক্টোম্বরঃ পাচারের আগে প্রায় ৩০ কোটি টাকার সাপের বিষ উদ্ধার করল ঘোষপুকুর বনদপ্তর।ঘটনায় গ্রেফতার ১ ব্যক্তি।ধৃত উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ৩১ নম্বর জাতীয় সড়কের মহানন্দা নদীর ব্রিজে ওঁত পেতে বসে বনকর্মীরা।সেখানে একটি মোটরসাইকেল আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় জার ভর্তি সাপের বিষ।
এই বিষয়ে রেঞ্জার সোনম ভুটিয়া জানান, বাংলাদেশ হয়ে এই সাপের বিষ ভারতে প্রবেশ করেছে।পাচারের ছক ছিল।ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।কিভাবে এই সাপের বিষ এল তার তদন্ত শুরু করা হয়েছে।
