জলপাইগুড়ি, ১৫ সেপ্টেম্বরঃ সাপের কামড়ে মৃত্যু হল এক মহিলার।ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি রাহুত বাগান এলাকায়।মৃতার নাম রুমা ভাওয়াল।
জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে ঘরে তার সন্তানকে খাওয়াচ্ছিলেন রুমা।সেইসময় ডান পায়ের আঙুলে কিছু একটা কামড় অনুভব করেন তিনি।পরিবারের সদস্যদের ক্ষতস্থান দেখান।এরপর পরিবারের সদস্যরা ডেকে আনেন এক ওঝাকে।ওই ওঝা রুমা দেবীর বিষ বের করার চেষ্টা করেন কিন্তু বিফলে যায় সেই চেষ্টা।এরপরেও রোগী সুস্থ না হলে তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।
জলপাইগুড়ির পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরী বলেন, খুবই মর্মান্তিক ঘটনা।আমি খবর পেয়েই হাসপাতালে ছুটে এলাম।ক্ষতস্থান দেখে প্রাথমিক অনুমান এটি বিষধর সাপের কামড়।এর আগেও বছর দুয়েক আগে এই এলাকায় একইভাবে সাপের কামড়ে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছিল।এরপরেও আমরা ঐ এলাকায় সচেতনতা প্রচার চালিয়েছিলাম।কিন্তু দুবছর পার হতে না হইতে আবার এই মর্মান্তিক পরিণতি। আমরা আবার এলাকায় সচেতনতা প্রচার চালাবো।