জলপাইগুড়ি, ২৮ সেপ্টেম্বরঃ সাপের কামড়ে মৃত্যু হল নবম শ্রেনীর এক ছাত্রের।ময়নাগুড়ির জল্পেস মন্দির সংলগ্ন গ্রামের ঘটনা।মৃত ছাত্রের নাম জিৎ কুমার রায় (১৬)। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
মৃতের পরিবারের তরফে জানা গিয়েছে, রবিবার রাতে জিৎএর পায়ে সাপ কামড় দেয়।এরপরই তাকে নিয়ে যাওয়া হয় ময়নাগুড়ি হাসপাতালে।অবস্থা আশঙ্কাজনক থাকায় সেখান থেকে তাকে শিলিগুড়ি অথবা জলপাইগুড়িতে স্থানান্তরিত করা হয়।
পরিবারের অভিযোগ, এদিন তিস্তা সেতু এলাকায় জাতীয় সড়কে ব্যপক যানজট থাকায় কোনো অ্যাম্বুল্যান্স চালক জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেয়নি।এরপর বাধ্য হয়ে মালবাজার হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ওই ছাত্রের মৃত্যু হয় বলে দাবি পরিবারের।
মৃতের কাকা সুনীল রায় বলেন, জলপাইগুড়ি ১৫-২০ মিনিটে চলে যাওয়া যেত।মালবাজার অনেকটাই দূরে।জাতীয় সড়কে যানজট সমস্যা না থাকলে হয়ত জিৎ বেঁচে যেত।