মালদা,৪ জানুয়ারিঃ সাপের বিষসহ তিন পাচারকারীকে গ্রেফতার করল মালদা ক্রাইম মনিটরিং সেলের আধিকারিকেরা। ধৃতদের নাম রফিক আলি(৪৯), আসিক মন্ডল(২০) এবং মাসুদ শেখ(২০)। রফিক এবং মাসুদের বাড়ি কালিয়াচক থানার শাহবাজপুর গ্রাম পঞ্চায়েতের বামনটোলা গ্রামে। আশিক মন্ডলের বাড়ি কালিয়াচক থানার আকন্দবাড়িয়া গ্রামে।
জানা গিয়েছে, শুক্রবার রাতে মালদা শহরের ঝালঝলিয়া এলাকার একটি বেসরকারি হোটেল থেকে ওই তিন পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে এক কেজি ওজনের সাপের বিষ।
শনিবার দুপুরে পুরো বিষয়টি নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেন পুলিশ সুপার অলোক রাজোরিয়া। তিনি বলেন, জারবন্দি সাপের বিষ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া এই বিষের বর্তমান বাজার মূল্য এক কোটি টাকা। বন্যপ্রাণী সংরক্ষিত আইন এবং চোরাকারবারি অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আদালতের আবেদন জানিয়েছে মালদা পুলিশ।