শিলিগুড়ি,২৮ জুলাইঃ করোনার তৃতীয় ঢেউকে রুখতে তৎপর শিলিগুড়ি পুরনিগম।ইতিমধ্যেই স্যানিটাইজেশনের জন্য সপ্তাহে একদিন করে শহরের একাধিক বাজার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফে।বুধবার সেই সিদ্ধান্তকে সহমত জানিয়ে শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করে হার্ডওয়ার মার্চেন্ট অ্যাসোসিয়েশন, মোটর পার্টস ডিলার অ্যাসোসিয়েশন, শেঠ শ্রীলাল মার্কেট, বিধান রোড ব্যবসায়ী সমিতি, হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতি ও গৌরীশংকর মার্কেটের ব্যবসায়ীরা।
শেঠ শ্রীলাল মার্কেটের সম্পাদক খোকন ভট্টাচার্য বলেন, তৃতীয় ঢেউকে রুখতে প্রশাসন সবরকমভাবে প্রচেষ্টা চালাচ্ছে।মার্কেট স্যানিটাইজেশনের জন্য একদিন করে বন্ধ রাখার কথা জানানো হয়েছে প্রশাসনের তরফে।এই সিদ্ধান্তকে সহমত জানিয়ে আমরা রবিবার করে মার্কেট বন্ধ রাখব।মার্কেট স্যানিটাইজেশনের ক্ষেত্রে প্রশাসনের যাতে কোনোরকম সমস্যা না হয় সেই বিষয়টিও আমরা দেখব।