শিলিগুড়ি, ২৩ নভেম্বরঃ ২৬ নভেম্বর সারা ভারত সাধারণ ধর্মঘট সফল করতে রাস্তায় নামলো অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন।
কেন্দ্রীয় সরকারের জাতীয় শিক্ষানীতি, কৃষক আইন বাতিল, অত্যাবশ্যকীয় পণ্য আইন বাতিল, সহ একাধিক জনবিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলন সরব হয়েছে দেশের ১১টি শ্রমিক সংগঠন।
ইতিমধ্যেই ২৬শে নভেম্বর সারা ভারত সাধারণ ধর্মঘট সফল করতে সমস্ত শ্রমিক সংগঠন গুলি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।এবারে সেই ধর্মঘট সফল করতে রাস্তায় নামল অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন।
এদিন সংগঠনের পক্ষ থেকে বাঘাযতীন পার্ক থেকে একটি মিছিল বের করা হয়।মিছিলটি মহাত্মা গান্ধী মোড়ে(এয়ারভিউ মোড়)গিয়ে শেষ হয়।এদিনের মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কল্পনা দত্ত সহ অন্যান্য জেলা নেতৃত্বরা।