শিলিগুড়ি,৩১ জানুয়ারিঃ ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়ার তরফে ডাক দেওয়া হল দুইদিনব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের। তাদের মূল দাবী হল ভারতের সকল ব্যাঙ্ককর্মীদের বেতনচুক্তি ঠিক করা। সংগঠনের তরফে বারবার চেষ্টা করা হলেও কেন্দ্রীয় সরকার কোনো চুক্তিতেই আসতে চাইছে না। ইউনিয়নের তরফে জানানো হয়েছে যে ধর্মঘট ডাকার পরেও সরকারের সাথে যোগাযোগ করার চেষ্টা হয়েছিল যাতে কোনো সুরাহা হয় তবে সেই চেষ্টাও বিফল হয়। তাই তারা বাধ্য হয়ে দুই দিনের ব্যাঙ্ক ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন।
৩১ শে জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকছে, বেসরকারি ব্যাঙ্কও এই ধর্মঘটে সামিল হয়েছে। ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশনের সদস্য শ্যামল সাহা জানান মার্চ মাসে তাদের বেশ কিছু কর্মসূচি রয়েছে তাতেও যদি কোনো সুরাহা না মেলে তবে পয়লা এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য সারা ভারতবর্ষে জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটে সামিল হবেন তারা।