রাজগঞ্জ, ২২ ডিসেম্বরঃ মা সারদা দেবীর জন্মতিথি পালন করা হল সাহুডাঙ্গি রামকৃষ্ণ মিশনে।
রবিবার সকাল থেকে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।বিভিন্ন যায়গা থেকে বহু ভক্ত সাহুডাঙ্গি রামকৃষ্ণ মিশনে পৌঁছান।
এদিন সকালে প্রথমে মঙ্গল আরতি, বেদ পাঠ, স্তব গান, ভজন, বিশেষ পুজো, মাতৃসংগীত, শ্রী শ্রী মায়ের কথা পাঠ, ভক্তিগীতি, কীর্তন, ভজন করা হয়।এরপর প্রসাদ বিতরণও করা হয়।