রাজগঞ্জ, ২১মেঃ আদিবাসী সম্প্রদায়ের সারনা উৎসব পালন করা হল রাজগঞ্জে। রবিবার ধামসা মাদলের তালে শোভাযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে সারনা উৎসব পালন করা হয়।
এদিন মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের ফকটিয়া মোড় থেকে শিমূলগুড়ি পর্যন্ত শোভাযাত্রা করা হয়। এছাড়া একটি প্রার্থনা সভা করা হয় শিমূলগুড়িতে। রাজগঞ্জ ব্লকে এবার প্রথম সারনা উৎসব করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। এদিনের শোভাযাত্রায় প্রচুর মানুষ অংশগ্রহণ করেন।
সারনা পূজা কমিটির সদস্যরা বলেন, আদিবাসীদের আলাদা ভাষা, ধর্ম, কৃষ্টি ও সংস্কৃতি রয়েছে। আধুনিকতার ছোঁয়ায় সংস্কৃতিগুলি হারিয়ে যেতে বসেছে। তাই সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে উদ্যোগী হয়েছে আদিবাসী সমাজ। মূলত সচেতনতামূলক প্রচারের উদ্দেশ্যে এদিন সারনা উৎসবে শোভাযাত্রার আয়োজন করা হয়।